ACT- Aksi Cepat Tanggap ইন্দোনেশিয়ার পক্ষ থেকে রোহিঙ্গা রিফিউজিদের জন্য জরুরী ত্রান হিসাবে ২০০০ (দুই হাজার) টন চাল ছওয়াব এর মাধ্যমে চট্টগ্রামের জেলা প্রশাসককে প্রদান।
ACT- Aksi Cepat Tanggap ইন্দোনেশিয়ার পক্ষ থেকে রোহিঙ্গা রিফিউজিদের জন্য জরুরী ত্রান হিসাবে ২০০০ (দুই হাজার) টন চাল ছওয়াব এর মাধ্যমে চট্টগ্রামের জেলা প্রশাসককে প্রদান করা হয়।
ছওয়াব (সোশ্যাল এজেন্সী ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ) বাংলাদেশের একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা। ছওয়াব ১৯৯৫ সাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তায় বাংলাদেশে গরীব, দুঃখী, অসহায়, সুবিধাবঞ্চিত, দরিদ্র মানুষের মাঝে মানবিক ও উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ইন্দোনেশিয়ার দাতা সংস্থা ACT- Aksi Cepat Tanggap হতে বাংলাদেশের রোহিঙ্গা শরনার্থীদের জন্য ত্রাণ হিসাবে ২০০০ (দুই হাজার) টন চাল অনুদান পায়। যা গত ০৮/১০/২০১৭ ইং তারিখে চট্টগ্রাম পোর্টে এসে পৌছায়। সরকারী সমস্ত প্রক্রিয়া শেষে প্রাপ্ত চাল গত ০৯/১১/২০১৭ ইং তারিখ রোজ বৃহস্পতিবার ছওয়াব এর চেয়ারম্যান জনাব এস এম রাশেদুজ্জামান এবং দাতা সংস্থা এসিটি এর আন্তর্জাতিক সম্পর্ক সমন্বয়কারী- এম এ বি মাহামুদ আরিফ কর্তৃক কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার (ভারপ্রাপ্ত) এর নিকট হস্তান্তর করা হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহামান এডিসি (এ্যাডিশনাল ডিষ্ট্রিক্ট কমিশনার শিক্ষা), নূরুল কাইয়্যুম খান, চেয়ারম্যান- কিউএনএস (কন্টিনার প্রাইভেট লিমিটেড), মোঃ আতাউল করিম চৈাধুরী (নির্বাহী পরিচালক কন্টিনেন্টাল চট্টগ্রামের), নৌবাহিনীর ল্যাফটেন্যান্ট রিংকি, সেনাবাহিনীর ল্যাফটেন্যান্ট মোঃ শরিফ, এছারা উপস্থিত ছিলেন সেনা ও নৌ বাহিনীর এবং সরকারী অনেক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসক তার নিজের তত্ববধানে চাল গ্রহন ও সংরক্ষন করেন যা পর্যায়ক্রমে রোহিঙ্গাদের মাঝে বিতরন করবেন।
4:17 am
What you published made a great deal of sense. But,
what about this? what if you were to create a killer headline?
I mean, I don’t wish to tell you how to run your website, however what if you
added something to possibly get folk’s attention? I mean ACT- Aksi Cepat Tanggap ইন্দোনেশিয়ার পক্ষ থেকে রোহিঙ্গা
রিফিউজিদের জন্য জরুরী ত্রান হিসাবে ২০০০ (দুই হাজার) টন চাল ছওয়াব
এর মাধ্যমে চট্টগ্রামের জেলা প্রশাসককে প্রদান। is a little boring.
You ought to glance at Yahoo’s home page and watch how they create post titles to grab viewers to open the links.
You might add a video or a pic or two to grab people
interested about what you’ve written. Just my opinion, it would make your
website a little bit more interesting. http://essenceph.com/
10:51 pm
thanks for comment