সারাদেশে ইন্টারনেট বিভ্রাট

কালিয়াকৈর-করটিয়ার মাঝামাঝি জায়গায় কয়েকটি আইএসপি সার্ভিস প্রোভাইডারের ল্যান্ড লাইন কেটে যাওয়ায় মঙ্গলবার বিকাল থেকে সারাদেশেই ইন্টারনেট বিভ্রাট চলছে।
এই কোম্পানিগুলোর কাছ থেকে ব্যান্ডউইথ কেনা অনেক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এ সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে জানা যায়। এতে গ্রাহকরা পড়েছেন বিপাকে।
বিকাল ৪টার দিকে হঠাৎ করেই সারাদেশের প্রায় ৭৫ ভাগ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বাকি ২৫ ভাগেরও স্পিড ছিলো তিন ভাগের একভাগ।
ফাইবার এট হোমের চিফ স্ট্যাটেজিক অফিসার সুমন আহমেদ গণমাধ্যমকে জানান, লাইন কেটে যাওয়ার পরপরই বিকল্প ফাইবারে লাইন আবার সচল করা হয়েছে।
আরেক সূত্রে জানা যায়, সবগুলো অপারেটরের ইন্টারনেটেই সমস্যা দেখা দিয়েছে। কেউ কম, আবার কেউ বেশি সমস্যার মুখে পড়ছেন।
এদিকে রাজধানীর মতিঝিল ও রমনা এলাকার বিটিসিএলের সংযোগও সমস্যা করছিলো বলে জানিয়েছেন ওই এলাকার ইন্টারনেট ব্যবহারকারীরা।
















