বৃহস্পতিতে প্রাণের অস্তিত্ত্ব!
সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির চারদিকে ঘুরতে থাকা ইউরোপা নামের একটি উপগ্রহে প্রাণ সৃষ্টির উপযোগী পরিবেশ আছে-এমন প্রমাণ পেয়েছেন মার্কিন বিজ্ঞানীরা।শুক্রবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সান ফ্রান্সিসকোতে আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের বার্ষিক বৈঠকে এই আবিষ্কারের কথা জানান বিজ্ঞানীরা।
সায়েন্স নামের বিজ্ঞান সাময়িকীতে এক নিবন্ধে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে। তারা বলছেন, ইউরোপার ব্যাপারে এখন আরো গবেষণা এবং অনুসন্ধান চালানো এখন জরুরি হয়ে পড়েছে।
মহাশূন্যে পরিভ্রমণরত হাবল নামের টেলিস্কোপের তোলা ছবি পরীক্ষা করে বিজ্ঞানীরা আভাস পাচ্ছেন যে, বরফ-শীতল গ্রহটির ওপরের স্তর ভেদ করে পানির ধারা নিঃসরণ হচ্ছে বলে তারা আভাস পাচ্ছেন।
মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, ইউরোপার দক্ষিণ গোলার্ধে অতিরিক্ত পরিমাণ হাইড্রোজেন এবং অক্সিজেন আছে বলে প্রতীয়মান হচ্ছে।
বিজ্ঞানীরা বলছেন, এটি হচ্ছে এমন একটি লক্ষণ যা থেকে বোঝা যায় এখানে অতিক্ষুদ্র প্রাণীর অস্তিত্ব থাকার মত পরিবেশ রয়েছে।
মার্কিন মহাকাশ সংস্থা নাসার জেমস গ্রীন বলছেন, মূলত পানির অস্তিত্ব আছে দেখেই তারা মনে করছেন যে এখানে প্রাণের বিকাশ সম্ভব।
প্রাণের উদ্ভব এবং বিকাশের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয়। এখন দেখতে হবে যে ইউরোপাতে কোন অরগ্যানিক অর্থাৎ জৈব পদার্থের উপস্থিতি আছে কিনা।
নাসার মহাকাশ বিজ্ঞানীরা এখন পরিকল্পনা করছেন এই সম্ভাব্য যাত্রার নানা দিক নিয়ে।
যখন এরকম কোন অভিযান চালানোর মতো বাজেট পাওয়া যাবে, তখনই তারা এ অভিযানের বাস্তব কাজ শুরু করতে চান বলে জানিয়েছেন নাসা কতৃপক্ষ।
















