সেনাদের পূর্ণ স্বাধীনতা দিয়ে হামলাকারীদের দমনের চেষ্টা ইসরাইলের।

গতকাল তেল আবিবে হামলা চালিয়ে তিন জনকে হত্যা করে এক ফিলিস্তিনি হামলাকারী। এরপর প্রধানমন্ত্রী নাফটালি বেনেট ঘোষণা দেন, এই যুদ্ধে আর কোনো বাধানিষেধ থাকছে না। সন্ত্রাস দমনে আমরা সেনাবাহিনী, গোয়েন্দা বিভাগ এবং নিরাপত্তা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছি।
এদিকে ইসরাইলে একের পর এক হামলাকে স্বাগত জানিয়েছে হামাস এবং ইসলামিক জিহাদ। তবে একইসঙ্গে এসব হামলায় যুক্ত না থাকার কথাও প্রচার করছে তারা।
শুক্রবারের ওই হামলার পর এক হাজারের বেশি ইসরাইলি পুলিশ তেল আবিবজুড়ে অভিযান পরিচালনা করে।
আরব সংখ্যাগরিষ্ঠ জেলা জাফফার কাছে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন হামলাকারী। জানা গেছে হামলাকারীর নাম রাদ হাজিম (২৮)। তিনি পশ্চিম তীরের বাসিন্দা। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ বলেন, পরবর্তী হামলা ঠেকাতে এখন পর্যন্ত ২০০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ইসরাইল। প্রয়োজনে এই সংখ্যা কয়েক হাজার হতে পারে।
















