মানুষকে বাঁচানোর কোনো আগ্রহ সরকারের নেই: রিজভী
মানুষকে বাঁচানোর কোনো আগ্রহ সরকারের নেই: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার দাবি করে, স্যাটেলাইট পাঠিয়ে মহাকাশ জয় করেছে। অথচ মানুষ বাঁচানোর জন্য সেই সরকারের কোনো আগ্রহ নেই।’
আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘এর আগে অগ্নিদগ্ধ হয়ে অসংখ্য মানুষের মৃত্যুর পরও বর্তমান শাসকগোষ্ঠী ফায়ার সার্ভিসকে আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত করেনি। যদি করতো, তাহলে আগুনে পুড়ে এতো মানুষের প্রাণ যেত না।’
তিনি বলেন, ‘অথচ উন্নত দেশে আগুন নেভাতে ও মানুষ উদ্ধারে কত আধুনিক সরঞ্জাম ও ব্যবস্থাপনা দেখতে পাওয়া যায়। দেশ উন্নয়নের মহাসড়কে বলে আওয়ামী লীগের সপ্তকণ্ঠে চাপাবাজি চলছে। আসলে সরকার দুর্নীতির মহাসড়কে হাঁটছে।’
 















