জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে: রিজভী

28/05/2016 5:15 pmViews: 6
জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে: রিজভী
 
জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে: রিজভী

ফাইল ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্বাচন কমিশনের মদদে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাহাড়ায় পঞ্চম ধাপের ইউপি নির্বাচনেও জনগণের ভোটাধিকার লুট করে নিয়েছে। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেছেন, সকাল থেকেই পূর্বের মতো ভোট কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, জোর করে নৌকা প্রতীকে সিল, বিরোধী দলের এজেন্টদের মারধর ও ব্যালট বাক্স ছিনতাই অব্যাহত রয়েছে।
তিনি বলেন, বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দিয়েছে সরকার সমর্থিত প্রার্থীরা। ৭১৩টি ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে এসব এলাকায় নৈরাজ্য সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ ভয় ভীতিতে রয়েছে।
নির্বাচন কমিশন সরকারের একটি ক্লাব ঘরে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন রিজভী। নির্বাচনকে কেন্দ্র করে  শতাধিক লোকের প্রাণহানি হয়েছে তারপরেও ইসি চোখ বন্ধ করে বলছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এ নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে নানান অনিয়মের চিত্র তুলে ধরেন রিজভী।

Leave a Reply