‘বিএনপি অবৈধ, পাকিস্তানিদের সুরে কথা বলছেন খালেদা’

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা সেনা অফিসারদের হত্যা করেছেন দাবি করে শেখ হাসিনা বলেন, অবৈধ সামরিক শাসকের হাতে প্রতিষ্ঠিত বিএনপিও অবৈধ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘উনার দিল মে হ্যায় পেয়ারে পাকিস্তান, উনি তা ভুলতে পারেন না।পাকিস্তান যেই সুরে কথা বলে, তিনিও সেই সুরে কথা বলেন।’
এ সময় একাত্তরে পাকিস্তানের দোসরদের রাজনীতিতে পুনর্বাসিত করার জন্য জিয়াউর রহমান ও তার স্ত্রী খালেদা জিয়াকে দায়ী করেন প্রধানমন্ত্রী।
এরআগে দুপুর আড়াইটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং চার ধর্মীয়গ্রন্থ পাঠের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
বিকাল ৩টা ২০ মিনিটের দিকে সমাবেশের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে উপস্থিত হন। এ সময় মঞ্চে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ জ্যেষ্ঠ নেতারা।
সমাবেশ ঘিরে দুপুর ১২টার পর থেকেই নেতাকর্মীরা দলে দলে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন। ঢাকা ও আশপাশের জেলা থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ সমাবেশে যোগ দেন।
















