ইয়াবা ব্যবসায় এমপি বদির জড়িত থাকার প্রমাণ নেই
তিনি বলেন, অনেকে ইমোশনালি নাম দেয় যে এটা হতে পারে। হতে পারে বা হতে পারে না—এটা দিয়ে তো বিচার হয় না। আমাদের প্রমাণ ঠিকমতো পেতে হবে। অনেকের নামই আছে। আমরা কিন্তু তার (এমপি বদি) সংশ্লিষ্টতার প্রমাণ পাইনি।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মিলনায়তনে প্রথম শ্রেণির কর্মকর্তাদের সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের ইউনিফর্ম প্রদান অনুষ্ঠানে মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান।
















