ছাত্রলীগকে বদলাতে বললেন ওবায়দুল কাদের
![]() |
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাত্রলীগের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেছেন, নিজেদেরকে আগে বদলাতে হবে। নিজেদের আচার-আচরণে পরিবর্তন না আনতে পারলে ছাত্রলীগ তার ঐতিহ্যে ফিরে যেতে পারবে না।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাত্রলীগের সাবেক এই সভাপতি আরো বলেন, জীবনের জন্য নয়, জীবিকার জন্য শিক্ষা চাই, পরবর্তী প্রজন্মের জন্য নেতৃত্ব চাই।
শেখ হাসিনা সরকারের উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, গত ৪০ বছরের ইতিহাসে শেখ হাসিনাই বাংলাদেশের দক্ষ, সৎ এবং যোগ্য নেতৃত্ব।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দীকী নাজমুল আলমের পরিচালনায় ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আ. লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আ. লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রমুখ।

















