মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের আপিলের যুক্তিতর্ক আগামীকল রোববার অনুষ্ঠিত হবে। এ জন্য আজ শনিবার ফতুল্লার সস্তাপুরে অবস্থিত নারায়ণগঞ্জ জেলা কারাগারে মুজাহিদের সঙ্গে দেখা করেছেন তার তিন আইনজীবী।
সকাল ১০টা ২৫ মিনিটে আনজীবীরা কারাগারে প্রবেশ করেন। ১১টা ১০ মিনিটে কারাগার থেকে বেরিয়ে আইনজীবী শিশির মনির সাংবাদিকদের জানান, ২৪ মে আপিলের যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। এজন্য দিক নির্দেশনা নিতে কারাগারে এসেছি। এরপর তিনি আপিলের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিয়েছেন।
এক প্রশ্নের জবাবে শিশির মনির বলেন, রাজনৈতিক কোন বিষয় নিয়ে তার সাথে আলোচনা হয়নি। যার ফলে দলীয় নেতাকর্মীদের প্রতি তার কোন ম্যাসেজ নেই।
শিশির মনিরের নেতৃত্বে অ্যাডভোকেট নাজিবুর রহমান ও এহসান সিদ্দিকীসহ তিন সদস্যের আইনজীবীদের একটি টিম মুজাহিদের সঙ্গে দেখা করেন। এসময় মুজাহিদের ছোট ছেলে আলী আহম্মেদ মাবরুর আনজীবীদের সাথে থাকলেও তিনি দেখা করেননি। তবে এ ব্যাপারে নারায়ণগঞ্জ কারা কর্তৃপক্ষ কোন কথা বলতে রাজি হয়নি।