হ্যাপির মামলায় রুবেলের অব্যাহতি

20/05/2015 5:25 pmViews: 6

হ্যাপির মামলায় রুবেলের অব্যাহতি

 

মডেল অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির করা মামলা থেকে জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনকে অব্যাহতি দিয়েছেন আদালত। ঢাকা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক তানজিনা ইসলাম বুধবার হ্যাপির নারাজি আবেদন নামঞ্জুর করে রুবেলকে চূড়ান্তভাবে অব্যাহতি দেন। এর আগে রবিবার নাজনীন আক্তার হ্যাপি চূড়ান্ত প্রতিবেদনে রুবেলের অব্যাহতির ওপর নারাজি দেন। নারাজিতে উল্লেখ করা হয়, মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করা হয়নি। এ মামলায় সাক্ষীদের কোন প্রশ্ন করা হয়নি। মামলা তদন্তকারী কর্মকর্তা মামলাটি ভিন্নভাবে প্রভাবিত করতে রুবেলকে অব্যাহতির আবেদন করেছেন। আদালতে নারাজির ওপর শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন। অন্যদিকে রবিবার রুবেল হোসেন অত্মসমার্পণ করে জামিনের আবেদন করেন। আদালতে ২০ হাজার টাকায় মুচলেকায় তাকে জামিন প্রদান করেন। হ্যাপিকে মামলায় আইনি সহযোগিতা করেন এডভোকেট তুহিন হাওলাদার ও রুবেলকে আইনি সহযোগিতা করেন এডভোকেট আসাদ। ২০১৪ সালের ১৩ই ডিসেম্বর নাজনীন আক্তার হ্যাপি মিরপুর মডেল থানায় অভিযোগ করেন, ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। বিভিন্ন প্রলোভন দেখিয়ে রুবেল হ্যাপির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক দৈহিক সম্পর্ক স্থাপন করেন। ২৯শে মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট এ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পুলিশ পরিদর্শক হালিমা খাতুন রুবেল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতের মিরপুরের জিআর শাখায় মামলার দায় থেকে অব্যাহতি দানের চূড়ান্ত প্রতিবেদনটি দাখিল করেন।

Leave a Reply