বাংলাদেশ ও ভারতের মধ্যে নদীপথে ট্রানজিট এবং বাণিজ্য-সংক্রান্ত প্রটোকল অন এনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (পিআইডাব্লিউটিটি)- এর খসড়া সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সোমবার এ অনুমোদন দেয়া হয়।
এর আগে এটি তিন বছর মেয়াদি থাকলেও বর্তমানে পাঁচ বছর মেয়াদি করা হয়েছে। এ ছাড়া আগে দ্বিপক্ষীয় থাকলেও এখন নেপাল ও ভুটানকে লক্ষ্য করে তৃতীয় পক্ষকে সংযোজন করা হয়েছে।
মন্ত্রিসভার বেঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) নজরুল ইসলাম এ তথ্য জানান।