মেসির গোলে লা লিগা বার্সার
‘প্রতিশোধ’-এর ম্যাচে শিরোপা জয়! চিত্রপটটা যেন আগে থেকেই তৈরি ছিল৷ গত মওসুমে নিজেদের মাঠে এই অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্র করে লা লিগার হাতছাড়া হয়েছিল বার্সেলোনার। এবার হল ঠিক উল্টোটা৷ অ্যাটলেটিকোর মাঠে লিওনেল মেসির একমাত্র গোলে সেই শিরোপা পুনরুদ্ধার করলো স্পেনের অন্যতম সফল কাতালুনিয়া দলটি। এ নিয়ে ২৩বার লা লিগা জয়ের কৃতিত্ব অর্জন করলো বার্সেলোনা৷
লা লিগার ৩৭তম রাউন্ডের ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারাল বার্সেলোনা। এই জয়ের সুবাদে এক ম্যাচ বাকি থাকতেই স্পেনের শীর্ষ লিগের শিরোপা নিশ্চিত করলো লুইস এনরিকের শিষ্যরা৷
বার্সেলোনাকে শিরো জয়ের সুযোগ এনে দেওয়া ম্যাচটি মেসিদের জন্য প্রতিশোধের ম্যাচও ছিল। গত মওসুমে ন্যু ক্যাম্পে বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করে চ্যাম্পিয়ন হয়ে মাদ্রিদে ফিরেছিল অ্যাটলেটিকো।
গত মওসুমে কোনও শিরোপা জিততে না পারা বার্সেলোনার জন্য বড় আঘাত হয়ে এসেছিল সেই ড্র। এবার তার প্রতিশোধ নিয়ে ‘ত্রিমুকুট’ জয়ের পথে এগিয়ে গেলেন মেসি-নেইমার-সুয়ারেজরা। কোপা দেল রে’র ফাইনালে অ্যাটলেটিকো বিলবাওকে এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্তাসকে হারাতে পারলেই দ্বিতীয়বারের মতো ‘ত্রিমুকুট’ জয়ের ইতিহাস গড়বে বার্সা।
রোববার নিজেদের মাঠে শুরুতেই বার্সাকে চাপে ফেলে দিয়েছিল অ্যাটলেটিকো। প্রথম দশ মিনিটে অন্তত দু’বার বার্সেলোনাকে পিছিয়ে পড়া থেকে বাঁচান গোলকিপার ব্রাভো। বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক ও পরপর কয়েকটি কর্নারে ডিফেন্স সামলাতে রীতিমতো ঘাম ঝরাতে হয় লুইস এনরিকের শিষ্যদের। আন্তোনিও গ্রিজমানের তীব্র গতির হাফ-ভলি ঠেকিয়ে দেন চিলির গোলকিপার ব্রাভো। এরপর কর্নার থেকে আরেকটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন তিনি। এরপর অবশ্য ধীরে ধীরে খেলায় ফেরে বার্সা৷
৬৫ মিনিটে কাঙ্খিত গোলটি পায় বার্সেলোনা৷ পেড্রো রদ্রিগেজের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সের ভেতর থেকে ওবলাককে পরাস্ত করে বল জালে পাঠান আর্জেন্টাইন তারকা মেসি। লা লিগায় এটি মেসির ৪১তম গোল।
এই জয়ের পর ৩৭ রাউন্ড শেষে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৯৩৷ রিয়াল মাদ্রিদ ৮৯ পয়েন্ট নিয়ে দু’নম্বরে৷ আর তিনে থাকা অ্যাটলেটিকোর পয়েন্ট ৭৭।
সূত্র : ডেইলিস্পোর্টস২৪.কম।