রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে ৪৮টি দেশের প্রতিনিধি নিয়ে সাউথ সাউথ কো-অপারেশন সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দক্ষিণের দেশগুলোর ব্যবসা বা খাদ্য নিরাপত্তাসহ সার্বিক উন্নয়নে বিশ্বের ধনী ও উন্নত দেশগুলোর সহযোগিতা কামনা করে শেখ হাসিনা বলেন, গবেষণা ও উন্নয়নের জন্য দক্ষিণের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত সেন্টার অব এক্সিলেন্স দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার গুণগত সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।