17/05/2015 2:19 pmViews: 6
দক্ষিণের দেশগুলোর কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন হচ্ছে না
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সম্পদের সীমাবদ্ধতা, অপর্যাপ্ত অবকাঠামো সুবিধা, দুর্বল আর্থিক ব্যবস্থাপনা, অকার্যকর আইন ও নিয়ন্ত্রণ কাঠামো এবং অভ্যন্তরীণ বিরোধের মতো সমস্যার কারণে দক্ষিণের দেশগুলোর পক্ষে এককভাবে এসব ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা সম্ভব হচ্ছে না। উত্তরের সহযোগিতা এসব বাধার অধিকাংশই দূর করতে পারে।

রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে ৪৮টি দেশের প্রতিনিধি নিয়ে সাউথ সাউথ কো-অপারেশন সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দক্ষিণের দেশগুলোর ব্যবসা বা খাদ্য নিরাপত্তাসহ সার্বিক উন্নয়নে বিশ্বের ধনী ও উন্নত দেশগুলোর সহযোগিতা কামনা করে শেখ হাসিনা বলেন, গবেষণা ও উন্নয়নের জন্য দক্ষিণের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত সেন্টার অব এক্সিলেন্স দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার গুণগত সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

Leave a Reply