আজই উৎসব বার্সার!

17/05/2015 11:51 amViews: 4
আজই উৎসব বার্সার!

 

গত মৌসুমের শেষ ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে ন্যুক্যাম্পে শিরোপা উৎসব করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এবার সেই যন্ত্রণা ফিরিয়ে দিয়ে প্রতিশোধ নেয়ার সুযোগ এসেছে মেসিদের সামনে। আজ ভিসেন্তে ক্যালডেরনে গতবারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদকে হারালেই এক ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা। শত্র“র দুর্গে লা লীগার রাজত্ব পুনরুদ্ধার করতে পারলে গতবারের খেদ নিশ্চিতভাবেই মিটে যাবে কাতালানদের। ভিসেন্তে ক্যালডেরনে অ্যাটলেটিকোকে হারানো সহজ নয়। তবে এ মৌসুমে লীগ ও কাপ মিলিয়ে তিনবারের দেখায় প্রতিবারই অ্যাটলেটিকোকে হারিয়েছে বার্সা। এ মুহূর্তে নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের (৮৬) চেয়ে চার পয়েন্টে এগিয়ে বার্সা (৯০)। আজ মেসিরা জিতলেই শিরোপার নিষ্পত্তি হয়ে যাবে। তখন শেষ দু’ম্যাচ জিতেও কোনো লাভ হবে না রিয়ালের।

আজ একই সময়ে মাঠে নামবে স্প্যানিশ লীগের ২০টি দল। বার্সা যেমন মাদ্রিদে খেলতে যাচ্ছে, রিয়ালও তেমনি খেলবে বার্সেলোনা শহরে। বার্সার কাজটা আরও সহজ করে দিতে পারে তাদের প্রতিবেশী এস্পানল। ঘরের মাঠে এস্পানল যদি রিয়ালকে হারিয়ে দেয়, বার্সাকে আর কিছুই করতে হবে না। শেষ দু’ম্যাচে হারলেও বার্সাই চ্যাম্পিয়ন। ২৩তম লীগ শিরোপায় এক হাত দিয়েই রেখেছেন মেসিরা। তবে রিয়ালের গাণিতিক সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। বার্সা যদি দু’ম্যাচের একটিতে হারে ও অপরটিতে ড্র করে সেক্ষেত্রে শেষ দু’ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন হবে রিয়াল। বাস্তবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। আজ হোঁচট খেলেও বড় কোনো ক্ষতি হবে না কাতালানদের। ২৩ মে লীগের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ দেপোর্তিভো লা করুনা। আক্রমণভাগের লাতিন ত্রিফলা মেসি, নেইমার ও সুয়ারেজ যে বিধ্বংসী ফর্মে আছেন, তাতে ঘরের মাঠে অবনমনের ঝুঁকিতে থাকা লা করুনাকে হারাতে না পারার কোনো কারণ নেই বার্সার।

অনেক আগেই শিরোপা রেস থেকে ছিটকে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আজ জিতলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান নিশ্চিত হবে তাদের। নিজেদের স্বার্থেই তাই বার্সার শিরোপা উৎসব বিলম্বিত করতে বদ্ধপরিকর ডিয়েগো সিমিওনের দল। প্রশ্ন হল, এ মৌসুমে একজোট হয়ে ১১৪ গোল করা বার্সার এমএসএন ত্রয়ীকে রুখবে কে? চ্যালেঞ্জটা নিচ্ছেন অ্যাটলেটিকো গোলকিপার জান ওবলাক, ‘মেসি, সুয়ারেজ ও নেইমারকে নিয়ে ভীত নই আমরা। কাজটা নিঃসন্দেহে কঠিন, কিন্তু পুরো দল সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমার পাশে থাকবে। আশা করি, ভালো খেলে আমরা তাদের আটকে দিতে পারব। কোনো দলই অজেয় নয়। বার্সেলোনাকেও হারানো সম্ভব।’ এ মৌসুমেই কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে মেসির একটি পেনাল্টি শট রুখে

দিয়েছিলেন ওবলাক। তারপরও মেসির প্রশ্নে দারুণ বিনয়ী অ্যাটলেটিকোর শেষ প্রহরী, ‘মেসিকে গোল করা থেকে বিরত রাখা বিশ্বের সবচেয়ে কঠিন কাজ। আমি আমার সর্বোচ্চ চেষ্টাই করব। দেখা যাক, রোববার কী হয়।’

শুধু লীগ নয়, ২০০৯ সালের পর আবারও ট্রেবল জয়ের পথে রয়েছে বার্সেলোনা। ৩০ মে কোপা দেল রে’র ফাইনালে তাদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। ৬ জুন চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে প্রতিপক্ষ জুভেন্টাস। শিরোপাত্রয়ী জেতার এমন বিরল সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চান না বার্সার স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে। ওয়েবসাইট।

Leave a Reply