আইপিএল খেলতে সাকিব কলকাতায়

12/05/2015 2:48 pmViews: 7

আইপিএল খেলতে সাকিব কলকাতায়

দুই ম্যাচ খেলে আইপিএল থেকে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। সিরিজ শেষে আবারো আইপিএলে যোগ দেয়ার পালা। সোমবার বাংলাদেশ সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান আইপিএলে যোগ দিতে কলকাতায়। যোগ দিচ্ছেন তার আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সে। আগামী ২০ মে থেকে ঢাকা শুরু হবে ভারতের বিপক্ষে এক টেস্ট ও তিন ওয়ানডে সিরিজের প্রস্তুতি। কিন্তু তার আগেই সাকিব দেশের ফিরে আসবেন। যোগ দিবেন অনুশীলনে। এ যাত্রায় সাকিব নাইট রাইডার্সের হয়ে শেষ দুটি ম্যাচ খেলবেন। এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনুমোদনও নেয়া হয়েছে।
দেশ ছাড়ার আগে সাকিব জানিয়েছেন, ‘পাকিস্তানের পর ভারতের বিপক্ষেও বাংলাদেশ ভালো খেলবে।’ তবে টেস্ট ক্রিকেটের উন্নতির জন্য বোলারদের উপর নজর দেয়ার গুরুত্ব দিয়েছেন তিনি। তার মতে টেস্ট ক্রিকেটে বোলারদের আরো বেশি পরিচর্যা করা দরকার।
সূত্র : ডেইলিস্পোর্টস২৪.কম

Leave a Reply