রাসিক মেয়র বুলবুল বরখাস্ত
রাসিক মেয়র বুলবুল বরখাস্ত
রাজশাহী সিটি করপোরেশন-রাসিক’র মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে বরখাস্ত করে।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার আইন ২০০৯ এর ধারা ১২ উপধারা ১-এর প্রদত্ত ক্ষমতাবলে মোসাদ্দেককে সাময়িভাবে বরখাস্ত করা হয়।
মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলায় আদালত চার্জশিট গ্রহণ করায় এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
আদেশে বলা হয়েছে, ‘মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, পিতা আ. রশিদ, পোস্ট- সফুরা, থানা- বোয়ালিয়া, জেলা- রাজশাহী, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র। যেহেতু তার বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মামলা নম্বর ৩৮, ৩৭, ৪১, ০৮- এর চার্জশিট চিফ মেট্রোপলিট্রন আদালতে দাখিল করা হয়েছে। এবং চিফ মেট্রোপলিট্রন আদালতে তা গৃহিত হয়েছে, সেহেতু মেয়র মোসাদ্দেক হোসেনকে স্থানীয় সরকার আইন (সিটি করপোরেশন) ২০০৯ এর ধারা ১২ উপধারা (১) এর প্রদ্ত্ত্ব ক্ষমতা বলে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।’
গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে রাজশাহীতে নাশকতা, সহিংসতা, জানমাল ও সম্পদ বিনষ্টে ভয়াবহতা এবং বিস্ফোরক আইনে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে রাজশাহী মডেল থানায় কয়েকটি মামলা হয়। তার বিরুদ্ধে পুলিশের দেয়া চারটি মামলার চার্জশিট আদালত গ্রহণ করেন। সম্প্রতি রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ বিষয়টি জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেন। এতে মেয়র বুলবুলকে সাময়িক বরখাস্তের কথা বলা হয়।
২০১৩ সালের ১৫ জুন রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এক লাখ ৩১ হাজার ৫৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। নির্বাচনে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের বর্তমান সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন ৮৩ হাজার ৭২৬ ভোট পেয়ে পরাজিত হন।
– See more at: http://dev.dailynayadiganta.com/detail/news/20772#sthash.2AAHYTtc.dpuf
নয়া দিগন্ত অনলাইন
০৭ মে ২০১৫,বৃহস্পতিবার, ১৭:২৮
227
0
0
Google
0
227
রাজশাহী সিটি করপোরেশন-রাসিক’র মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে বরখাস্ত করে।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার আইন ২০০৯ এর ধারা ১২ উপধারা ১-এর প্রদত্ত ক্ষমতাবলে মোসাদ্দেককে সাময়িভাবে বরখাস্ত করা হয়।
মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলায় আদালত চার্জশিট গ্রহণ করায় এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
আদেশে বলা হয়েছে, ‘মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, পিতা আ. রশিদ, পোস্ট- সফুরা, থানা- বোয়ালিয়া, জেলা- রাজশাহী, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র। যেহেতু তার বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মামলা নম্বর ৩৮, ৩৭, ৪১, ০৮- এর চার্জশিট চিফ মেট্রোপলিট্রন আদালতে দাখিল করা হয়েছে। এবং চিফ মেট্রোপলিট্রন আদালতে তা গৃহিত হয়েছে, সেহেতু মেয়র মোসাদ্দেক হোসেনকে স্থানীয় সরকার আইন (সিটি করপোরেশন) ২০০৯ এর ধারা ১২ উপধারা (১) এর প্রদ্ত্ত্ব ক্ষমতা বলে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।’
গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে রাজশাহীতে নাশকতা, সহিংসতা, জানমাল ও সম্পদ বিনষ্টে ভয়াবহতা এবং বিস্ফোরক আইনে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে রাজশাহী মডেল থানায় কয়েকটি মামলা হয়। তার বিরুদ্ধে পুলিশের দেয়া চারটি মামলার চার্জশিট আদালত গ্রহণ করেন। সম্প্রতি রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ বিষয়টি জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেন। এতে মেয়র বুলবুলকে সাময়িক বরখাস্তের কথা বলা হয়।
২০১৩ সালের ১৫ জুন রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এক লাখ ৩১ হাজার ৫৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। নির্বাচনে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের বর্তমান সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন ৮৩ হাজার ৭২৬ ভোট পেয়ে পরাজিত হন।
– See more at: http://dev.dailynayadiganta.com/detail/news/20772#sthash.2AAHYTtc.dpuf