ট্যাব বিক্রি কমছে
ট্যাব বিক্রি কমছে
ট্যাবের বাজারে ভালো অবস্থানে রয়েছে লেনোভো।বিশ্বজুড়ে ট্যাবলেট কম্পিউটার বা ট্যাব বিক্রি কমছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) গবেষকেরা এ বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ প্রথম তিন মাসে ট্যাব বিক্রি কমে যাওয়ার প্রমাণ পেয়েছেন। খবর এএফপির।
আইডিসির বিশ্লেষকেরা জানিয়েছেন, এ বছরের প্রথম তিন মাসে গত বছরের শেষ তিন মাসের তুলনায় ট্যাব ও ট্যাবলেট ও ল্যাপটপের ফিচারযুক্ত ডিভাইস টু-ইন-ওয়ান বিক্রি ছয় শতাংশ কমে গেছে। এ বছরের প্রথম প্রান্তিকে চার কোটি ৭১ লাখ ইউনিট ট্যাব বিক্রি হয়েছে।
বিশ্লেষক জিতেশ উবরানি বলেন, ট্যাবলেটের বাজার সংকুচিত হলেও টু-ইন-ওয়ান ডিভাইসের বাজার বাড়ার সম্ভাবনা রয়েছে। আসুস, এসার ও মাইক্রোসফট ট্যাবের বাজারে সাফল্য পেয়েছে।
ট্যাবের বাজারে খারাপ অবস্থা যাচ্ছে অ্যাপলের। মানুষ এখন আইপ্যাড কেনার চেয়ে আইফোন বা ম্যাক ল্যাপটপের দিকে ঝুঁকছে বেশি। গত বছরের প্রথম প্রান্তিকে যেখানে এক কোটি ৬৪ লাখ ইউনিট আইপ্যাড বিক্রি হয়েছিল এ বছরের প্রথম প্রান্তিকে সেখানে এক কোটি ২৬ লাখ ইউনিট আইপ্যাড বিক্রি হয়েছে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, বড় মাপের স্ক্রিনযুক্ত নতুন উদ্ভাবনী মডেলের ট্যাব বাজারে না আসা পর্যন্ত ট্যাবলেটের বাজার সংকুচিত হতেই থাকবে।
ট্যাবলেটের বাজার ক্রমশ সংকুচিত হলেও একমাত্র চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা লেনোভো এই ক্ষেত্রটিতে সাফল্য পেয়েছে। কম দামে বিভিন্ন পণ্য বাজারে ছাড়ার কারণে ট্যাবলেটের বাজারে লেনোভো দ্রুত এগিয়ে যাচ্ছে। এ বছরের প্রথম প্রান্তিকে ২৫ লাখ ইউনিট ট্যাব বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি যা গত বছরের শেষ প্রান্তিকের চেয়ে ৫ লাখ ইউনিট বেশি।