কোকোর মরদেহ দেশে আসছে কাল
ঢাকা: মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকা পৌঁছাবে আরাফাত রহমান কোকোর মরদেহ। তাকে আনা হবে মালয়েশীয় এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। পারিবারিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানানো হয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে কোকোর মরদেহ বহনকারী মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ ১০২ ফ্লাইটটি ঢাকা পৌঁছানোর কথা।
মঙ্গলবারই বাদ আসর আরাফাত রহমান কোকোর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলেই জানান তিনি। তবে ঠিক কোথায় জানাযা হবে তা চূড়ান্ত করা হয়নি।
আরাফাত রহমান কোকোকে বনানির সেনা কবরস্থানে দাফন করার কথাই ভাবছে পরিবার। সূত্রটি জানিয়েছে, এ লক্ষ্যে এরই মধ্যে আবেদন করা হয়েছে। অনুমতি মিললে এই কবরস্থানেই তার দাফন হবে।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো শনিবার দুপুরে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন।
রোববার কুয়ালালামপুরে প্রথম জানাযা শেষে তার মরদেহ সেখানকার একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
– See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/361044.html#sthash.xXtzKNP9.dpuf