09/06/2014 7:14 amViews: 4
করাচি বিমান বন্দরে ভয়ংকর হামলা, নিহত ৫, ৩ বিমান পুড়ে ছাই

 

 

করাচি, ৯ জুন : পাকিস্তানের করাচি আন্তর্জাতিক বিমান বন্দরে ভয়ংকর হামলা চালিয়েছে বন্দুকধারী সন্ত্রাসীরা। হামলায় বিমানবন্দরের ৫ নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। পুড়িয়ে দেয়া হয়েছে বিমান বন্দরের তিনটি বিমান। রবিবার রাতে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।  বিমান বন্দরে সন্ত্রাসীদের হামলা নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনীর সদস্যদের জরুরি তলব করেছে প্রশাসন। খবর ডন।

খবরে বলা হয়, রবিবার রাতে ৮ থেকে ১০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ ভারী অস্ত্র সজ্জিত হয়ে বিমান বন্দরে হামলা চালায়। এসময় বিমান বন্দরের নিরাপত্তা রক্ষীদের সাথে ব্যাপক গুলাগুলির ঘটনা ঘটে। সন্ত্রাসীরা বিমানবন্দরের ভিতরে হ্যান্ড গ্রানেডেরও বিস্ফোরণ ঘটায়।

যাত্রীদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে মালির ক্যান্টনম্যান্টের সেনারা অভিযানে যোগ দিচ্ছেন।

ধারণা করা হচ্ছে, বিমান বন্দরের নিরাপত্তারক্ষীদের ভূয়া আইডি কার্ড ব্যাবহার করে সন্ত্রাসীরা বিমান বন্দরে ঢুকে।

রাও মোহাম্মদ আনোয়ার নামের এক সিনিয়র পুলিশ অফিসার বার্তা সংস্থা এএফপিকে বলেন, এখনো সন্ত্রাসীদের সাথে বন্ধুক যুদ্ধ চলছে। সন্ত্রাসীরা ভারী ও হ্যান্ড গ্রেনেড নিয়ে হামলা চালিয়েছে।

এদিকে হামলার পরপরই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো বিমানবন্দর এলাকা ঘিরে ফেলে। ভিতরে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় সেখানকার সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

Leave a Reply