সাতক্ষীরায় শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা

06/05/2014 3:24 pmViews: 7

 

 

সাতক্ষীরা, ৬ মে  : সাতক্ষীরার আশাশুনি উপজেলায় দেড় বছরের শিশুকন্যাকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন পারভীন (২৫) নামে এক মা। সোমবার রাতে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আত্মহননকারী পারভীন মধ্যম একসরা গ্রামের বিল্লাল গাজীর দ্বিতীয় স্ত্রী। জানা যায়, বিল্লাল গাজী তার প্রথম স্ত্রীকে নিয়ে সাতক্ষীরায় থাকেন। পারভীন বিল্লাল গাজীর দ্বিতীয় স্ত্রী। রাতে পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরের দরজা বন্ধ করে শিশুকন্যা রূপাকে হত্যা করে নিজেও ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পারভীন। মঙ্গলবার সকালে পারভীন ঘুম থেকে না উঠায় প্রতিবেশীরা ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখেন পারভীন রশিতে ঝুলছে। এ সময় তার শিশুকন্যাকেও ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

Leave a Reply