27/03/2014 10:14 pmViews: 7
স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার কথা বললেন প্রধানমন্ত্রী

 

স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করার কথা বলছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, উপজেলা নির্বাচন দলীয়ভাবে হয় না। দল থেকে হলে প্রার্থী মনোনয়ন দেয়া যেত। একটা নিয়ন্ত্রণ থাকত। এখন না আছে নিয়ন্ত্রণ, না আছে কিছু। আগামীতে এই ইলেকশনগুলো দলীয়ভাবে হওয়া উচিত।

বৃহস্পতিবার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করতে আইন সংশোধনের ইঙ্গিত দিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীপুত্র জয় দলীয়ভাবে স্থানীয় নির্বাচনের পক্ষে অবস্থান জানালে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও তা সমর্থন করেন।

উল্লেখ্য, স্থানীয় নির্বাচনে দলগতভাবে প্রার্থিতা ঘোষণা ও দলীয় প্রতীক ব্যবহারের আইনি সুযোগ না থাকলেও রাজনৈতিক দল প্রার্থী বাছাই করে সমর্থন ঘোষণা করে থাকে।

Leave a Reply