ঢাকা, ২৮ ফেব্রুয়ারি : বাগেরহাটের জেলার মোরেলগঞ্জে ভাইস-চেয়ারম্যান পদে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নান খানের (৫৫) দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুর ১২টার দিকে ওই প্রার্থীর বাড়ির পাশে পুলেরহাট বাজারে প্রকাশ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ সুপার নিজামুল হক মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আব্দুল মান্নান খান মোরেলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।