যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন বলেছেন, সংলাপের মধ্য দিয়ে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য। তাই জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের বিকল্প নেই।
সরকারকেই তার গ্রহণযোগ্যতা ও গণতান্ত্রিক রীতিনীতি নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন যুক্তরাজ্যের হাইকমিশনার। তিনি বলেন, গণতন্ত্র কার্যকরে সবার অংশগ্রহণমূলক এবং পছন্দের প্রার্থীকে নির্বাচন করা গুরুত্বপূর্ণ।
এ সময় বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় যুক্তরাজ্যের পক্ষে সন্তোষ প্রকাশ করেন হাইকমিশনার। সব দলের অংশগ্রহণে শুরু হওয়া স্থানীয় সরকারের এ নির্বাচন গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে বলে মনে করেন তিনি।
এর আগে রথখোলা সংলগ্ন ‘ধামরাই মেটাল ক্রাফট’ নামে কাঁসা-পিতলের কারখানায় পৌঁছালে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির কর্ণধার সুকান্ত বণিক।