হাইকোর্টের সামনে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাই
ঢাকা: রাজধানীতে হাইকোর্টের সামনে দুই ব্যক্তিকে গুলি করে প্রায় ১০ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। রোববার সন্ধ্যা সাতটার কিছু পর এ ঘটনা ঘটে।
আহত সোহাগ খান (২১) ও দৌলত গাজীকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সোহাগের বাম উরুতে একটি এবং গাজীর পায়ে দুইটা গুলি লেগেছে।
ওসি জানান, সন্ধ্যা সাতটার কিছু সময় পর তারা দুইজন রিকশাযোগে আরামবাগ যাচ্ছিলেন। পথে হাইকোর্টের সামনে কদম পোয়ারার কাছে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় তাদের কাছে থাকা আট থেকে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ।