চিরকালের জুটি!

19/01/2014 8:53 pmViews: 11

কলকাতা: সুচিত্রা-উত্তম জুটি বাঙালির জীবনে-মননে যেমন অটুট রয়েছেন তেমনি শ্মশানেও এই জুটি অটুট রইলেন। শুক্রবার কেওড়াতলা মহাশ্মশানে সুচিত্রা সেনের মরদেহ দাহ করার প্রস্তুতি প্রায় শেষ।

এমন সময়ে উপস্থিত ডোমেরা মুনমুন সেনকে ঘিরে ধরে বলে, দিদি প্রণাম নেবেন। ভাল করে কাজ করার চেষ্টা করছি। তার পরেই তারা দেখিয়ে দিলেন কাছে দাঁড়ানো লুঙ্গির ওপর সস্তার কালো কোট পরা এক বৃদ্ধকে। একজন ডোম জানালেন, দিদি, উনি ভোমলু মল্লিক। উনিই উত্তম কুমারকে দাহ করেছিলেন। আর ওর ছেলে দাহ করার কাজ করছে তোমার মায়ের।

শুনে মুনমুন এগিয়ে গিয়ে বৃদ্ধের হাত ধরলেন। বললেন, কি আর বলবো। তবে এভাবেই সুচিত্রা-উত্তম জুটি মিলে গেল এতদিন বাদেও। এই না হলে চিরকালের জুটি।

Leave a Reply