10/01/2014 6:44 pmViews: 9

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার দুপুরে খন্দকার মাহবুব হোসেনকে রমনা থানা থেকে মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।  এর আগে বুধবার রমনা থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন মহানগর দায়রা জজ আদালত। পরদিন বৃহস্পতিবার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তা স্থগিত করেন।  প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে এডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গোয়েন্দা পুলিশ আটক করে। পরে ৪ জানুয়ারি তাকে রমনা ডিভিশনের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার দেখানো হয়।

Leave a Reply