বরিশালের চারটি মসজিদে দুটি করে ঈদের জামাত

16/10/2013 6:29 pmViews: 13

বরিশাল : বরিশাল নগরীসহ জেলার দশটি উপজেলার প্রায় ৫ শতাধিক ঈদগাহ মাঠ ও মসজিদে বুধবার ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে নগরীর চারটি মসজিদে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এগুলো হলো-নগরীর জামে এবায়েদুল্লাহ মসজিদে সকাল ৮টায় ও সাড়ে ৯টায়, জামে কসাই মসজিদে পৌনে ৮টায় ও পৌনে ৯টায়, বায়তুল মোকারম জামে মসজিদে সকাল ৮টায় ও ৯টায়, পুলিশ লাইনস জামে মসজিদ সকাল ৮টায় ও সকাল ৯টায়।

বরিশাল ইমাম সমিতি সূত্রে জানা গেছে, নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায় হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, সাবেক মেয়র শওকত হোসেন হিরণ, সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বিভাগীয় কমিশনার মো. নুরুল আমীন, জেলা প্রশাসক মো. শহীদুল আলমসহ রাজনৈতিক, সামাজিক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী ও পেশার কয়েক হাজার ধর্মপ্রাণ মুসুল্লিরা এখানে ঈদের নামাজ আদায় করেন।

সূত্র মতে, বরিশাল বিভাগে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে সকাল ৯টায়। এখানে অন্তত ২৫ হাজার মুসুল্লীরা ঈদের জামাতে শরীক হন।

ঈদের নামাজ আদায়ের পর পরই ধর্মপ্রাণ মানুষেরা মহান আল্লাহতালার উদ্দেশে প্রিয় পশু কোরবানি শুরু করেন।

Leave a Reply