প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বাইডেনের ওপর চাপ ক্রমেই বাড়ছে

11/07/2024 8:47 pmViews: 8

প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বাইডেনের ওপর চাপ ক্রমেই বাড়ছে
mzamin
facebook sharing button
twitter sharing button

ডেমোক্র্যাটদের উত্তরাধিকার কে হতে পারে এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে , তখন নতুন করে প্রেসিডেন্ট পদে  প্রার্থীতা ত্যাগ করার জন্য জো বাইডেনের ওপর নৈতিক চাপ বাড়ছে। সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২৭ জুনের টিভি বিতর্কের পর পরিষদের প্রাক্তন স্পিকার,  ন্যান্সি পেলোসি বাইডেনের পদত্যাগের সম্ভাবনাকে উস্কে দেন। কংগ্রেসে রিপাবলিকানরা, বাইডেনের  মানসিক সুস্থতা সম্পর্কে সাক্ষ্য দেওয়ার জন্য হোয়াইট হাউসের তিন সহকারীকে ডেকে নিয়ে নিজেদের দাবিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। সমনগুলি হাউসের তদারকি কমিটির জিওপি চেয়ারম্যান জেমস কমারের কাছ থেকে একটি সাবপোনা আকারে এসেছিল, যিনি ফার্স্ট লেডি জিল বাইডেনের শীর্ষ সহযোগী অ্যান্থনি বার্নালের কাছ থেকে সাক্ষ্য দাবি করেছিলেন। 

এছাড়াও ছিলেন ডেপুটি হোয়াইট হাউস চিফ অফ স্টাফ অ্যানি টমাসিনি এবং প্রেসিডেন্টের  সিনিয়র উপদেষ্টা অ্যাশলে উইলিয়ামস। ৮৪ বছর বয়সী পেলোসি, যিনি ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হাউসের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার না করা পর্যন্ত স্পিকার ছিলেন, MSNBC এর মর্নিং জোকে বলেছিলেন যে “এটি প্রেসিডেন্টের  উপর নির্ভর করে যে তিনি নির্বাচনে যাবেন কিনা। আমরা সবাই তাকে উৎসাহিত করছি যে সিদ্ধান্ত নিতে, কারণ সময় কম যাচ্ছে।” এদিকে সিনেট ডেমোক্র্যাটরা কলোরাডোর সিনেটর মাইকেল বেনেটের নেতৃত্ব প্রশ্ন তুলেছেন যে বাইডেন আদৌ  ডনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারেন  কিনা।

বেনেট সিএনএন-এর কাইটলান কলিন্সকে বলেছিলেন যে বাইডেনের  বয়স এবং মানসিক স্থিতি  নিয়ে ব্যাপক উদ্বেগের কারণে ট্রাম্প সম্ভবত নভেম্বরের ভোটে ভূমিধস জয়ী হতে পারেন। তিনি একটি আবেগপ্রবণ সাক্ষাৎকারে বলেছিলেন- ‘এই রেসটি এমন এক ট্র্যাজেক্টোরিতে রয়েছে যা খুব উদ্বেগজনক, বিশেষ  করে  যদি আপনি এই দেশের ভবিষ্যত নিয়ে চিন্তা করেন। ডনাল্ড ট্রাম্প ট্র্যাকে আছেন, আমি মনে করি, এই নির্বাচনে তিনি বিশাল ব্যবধানে জয়লাভ করবেন। এটা রাজনীতির প্রশ্ন নয়, এটা আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে একটা নৈতিক প্রশ্ন। ‘ দেশের ভবিষ্যত নিয়ে চিন্তিত আরেক সিনেটর ভার্মন্টের পিট ওয়েলচ বাইডেনকে  নির্বাচন থেকে সরে আসার আহ্বান জানান।

কানেকটিকাটের সিনেটর রিচার্ড ব্লুমেন্থালও উদ্বেগ প্রকাশ করেছেন। পুনর্বিবেচনার জন্য একইভাবে একটি সতর্কতামূলক আহ্বান এসেছে অ্যারিজোনার ডেমোক্র্যাটিক গভর্নর কেটি হবসের কাছ থেকে। 

হবস সাংবাদিকদের বলেছেন , “আমি চাই আমেরিকান এবং অ্যারিজোনাবাসীদের  আশ্বস্ত করে এই সময়ে প্রেসিডেন্টের বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেয়া উচিত। ‘  প্রতিনিধি আর্ল ব্লুমেনাউয়ার, ওরেগনের হাউসের প্রতিনিধিদলের সবচেয়ে দীর্ঘ সময় ধরে থাকা ডেমোক্র্যাট, স্পষ্টভাবে বলেছেন: “প্রেসিডেন্ট বাইডেনের  ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট মনোনীত হওয়া উচিত নয়।” যদিও বাইডেন বলে রেখেছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই প্রার্থী হিসেবে লড়বেন। তিনি দলের মনোনীত প্রার্থী। তাঁকে কেউ বাইরে ঠেলে দিচ্ছে না। প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে বাইডেনের ওপর চাপ ক্রমে বাড়ছে।

সূত্র : দ্য গার্ডিয়ান

messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

Leave a Reply