রাশিয়া পরমাণু বোমা হামলা চালাবে, বিশ্বকে প্রস্তুত হতে বললেন জেলেনস্কি
কিন্তু এই প্রশ্ন শুধু ইউক্রেনের জন্য নয়, এটি সমগ্র বিশ্বের বিষয়।
গত মাসে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়া যদি কখনো অস্তিত্ব সংকটে পড়ে তাহলে শুধু তখনই পরমাণু বোমার ব্যবহার করবে। সাক্ষাৎকারে ডুবে যাওয়া রুশ যুদ্ধ জাহাজ মস্কভা নিয়ে প্রশ্ন করা হয় জেলেনস্কিকে। তিনি বলেন, আমরা জানি যে এই জাহাজ আর নেই। এটি আমাদের দেশের বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র ছিল। তাই এর ডুবে যাওয়া আমাদের জন্য কোনো ট্রাজেডি নয়। আমাদের আক্রমণ করার জন্য রুশ ফেডারেশনের যত কম অস্ত্র থাকবে, আমাদের জন্য তত ভালো।