ছয় দশক পর বিশ্বকাপ থেকে বাদ ইতালি

14/11/2017 12:14 pmViews: 12
ছয় দশক পর বিশ্বকাপ থেকে বাদ ইতালি
 
ছয় দশক পর বিশ্বকাপ থেকে বাদ ইতালি
ছয় দশক পর ইতালিকে ছাড়াই হবে ফুটবল বিশ্বকাপ। আগামী বছর রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের চূড়ান্তপর্বে দলটি জায়গা করে নিতে পারেনি। ইতালিকে কাঁদিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট কেটে নিয়েছে সুইডেন।ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের প্লে-অফ রাউন্ডে সোমবার রাতে সুইডেনের বিপক্ষে দ্বিতীয় লেগের খেলা গোলশূন্য ড্র হয়েছে। প্রথম লেগে ১-০ গোলে হেরে যাওয়ায় দুই লেগ মিলে ওই একই ব্যবধানে পিছিয়ে থেকে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ইতালি।
তাই ১৯৫৮ সালের পর কোনো ফিফা বিশ্বকাপ চারবারের চ্যাম্পিয়ন দলটিকে ছাড়াই হবে। অপরদিকে ২০০৬ সালের পর প্রথম কোনো বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলার যোগ্যতা অর্জন করল সুইডেন।
প্রথম লেগে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকায় ম্যাচের শুরু থেকেই শঙ্কায় ছিল ইতালি। সেই শঙ্কাই শেষ পর্যন্ত বাস্তব হলো। নব্বই মিনিটের খেলার বেশির ভাগ সময় বলের নিয়ন্ত্রণ ছিল ইতালি। একাধিক সংঘবদ্ধ আক্রমণও হেনেছিল সুইডেনের গোলপোস্টে। তবে বড় আক্রমণে যেতে না পারলেও ইতালির সংঘবদ্ধ আক্রমণ সুইডিশ রক্ষণভাগ রুখে দিয়েছে সফলভাবেই।
সবশেষ ২০০৬ সালে জার্মান বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর গত দুই আসরে গ্রুপপর্ব পার হতে পারেনি ইতালি। এবার বাছাইপর্ব থেকেই বিদায় হয়ে গেল দলটির। অথচ ব্রাজিলের পর বিশ্বকাপ শিরোপা জয়ে সবচেয়ে সফল ইতালি। ব্রাজিল সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে, আর ইতালির ঘরে শিরোপা এসেছে চারবার।

Leave a Reply