চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

05/10/2015 5:48 pmViews: 4
চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

 

২০১৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করেছে সুইডিশ নোবেল ফাউন্ডেশন। এবার যৌথভাবে তিনজন চিকিৎসাবিজ্ঞানী এই পুরস্কার জিতেছেন।

নোবেলজয়ী তিনজন হলেন, আয়ার‌ল্যান্ডের উইলিয়াম সি ক্যাম্পবেল, জাপানের সাতোশি ওমুরা এবং চীনের ইউইউ টু। পুরস্কারের অর্ধেক পাবেন ক্যাম্পবেল ও সাতোশি এবং বাকি অর্ধেক পাবেন টু একাই।

রাউন্ডওর্ম প্যারাসাইটিস নামে জীবাণুর সংক্রমণ রুখতে সক্ষম একটি থেরাপি আবিষ্কারের জন্য ক্যাম্পবেল এবং ওমুরাকে নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। এছাড়া ম্যালেরিয়ার সংক্রমণ প্রতিরোধী একটি থেরাপি আবিষ্কারের জন্য ইউইউ টুকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

অ্যাভারমেটিন নামে এক ধরনের ওষুধ উদ্ভাবন করেছেন ক্যাম্পবেল ও ওমুরা। প্যারাসাইটিক ধরনের রোগ নিরাময়ে সক্ষম এই ওষুধ।

আরটেমিসিনিন নামে এক ধরনের ওষুধ উদ্ভাবন করেছেন টু। এই ওষুধ ম্যালেরিয়ায় মৃত্যুহার কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

নরওয়েজিয়ান নোবেল কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, অ্যাভারমেটিন ও আরটেমিসিনিন থেরাপি বা ওষুধ আবিষ্কারের ফলে প্যারাসাইটিক ধরনের রোগের চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন হলো।

তথ্যসূত্র : রয়টার্স ও দ্য হিন্দু অনলাইন।

Leave a Reply