ঢাবির প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি বাতিলে লিগ্যাল নোটিশ
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ বৃহস্পতিবার এই লিগ্যাল নোটিশ পাঠান।
নোটিশে ঢাবিতে ভর্তির বিষয়ে ১৯৭৩ (৪৬) রাষ্ট্রপতির আদেশ ১১ অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
ইউনূস আলী আকন্দ সাংবাদিকদের বলেন, আজ সরকারি ডাক যোগে ঢাবির ভিসি,শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বরাবর একটি নোটিশ পাঠানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। না হলে উচ্চা আদালতে একটি রিট করা হবে।
তিনি আরো বলেন, ঢাবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ১৯৭৩ (৪৬) রাষ্ট্রপতির আদেশ ১১ মানা হচ্ছে না। তাই এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।