নির্বাচন চাইলে ২০১৯ পর্যন্ত অপেক্ষা করতে হবে: মায়া

16/08/2015 5:15 pmViews: 5
নির্বাচন চাইলে ২০১৯ পর্যন্ত অপেক্ষা করতে হবে: মায়া

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বহাল রেখে ২০১৯ সালেই নির্বচন কমিশনের অধীনে নির্বাচন হবে। নির্বাচন চাইলে সে পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করতে হবে।

রোববার সচিবালয়ের সভাকক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ্ কামালের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয় ও অধিনস্থ দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ত্রাণ মন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত স্বাধীনতা বিরোধী শক্তি একের পর এক ষড়যন্ত্র করে চলেছে। বঙ্গবন্ধুকে হত্যা করে এ চক্রান্তকারীরা ভেবেছিল বাংলাদেশের স্বাধীনতা নস্যাৎ করে দিতে পারবে। কিন্তু ১৯৮১ সালে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরায় তাদের সে চক্রান্ত ব্যর্থ হয়।

তিনি বলেন, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের হত্যা করতে দেশ বিরোধী গোষ্ঠী বারবার হামলা করছে। তাদের সে চক্রান্ত প্রতিহত করে জনগণের ভালবাসায় সিক্ত শেখ হাসিনা দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখবেন। বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে দেশের উন্নয়ন প্রক্রিয়া চলমান রাখতে মন্ত্রী কর্মকর্তা কর্মচারীদের আহ্বান জানান। বিশেষত কর্মসংস্থান ও গ্রামীন অবকাঠামো নির্মানে এ মন্ত্রণালয়ের গুরুত্ব উল্লেখ করে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি কর্মকর্তা কর্মচারীদের অনুরোধ করেন। আলোচনা শেষে বঙ্গবন্ধু সাড়ে ৩ বছরের শাসনকালের উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

Leave a Reply