বিদেশী বিনিয়োগে বাধা গ্যাস: বাণিজ্যমন্ত্রী

12/07/2015 8:43 pmViews: 5

বিদেশী বিনিয়োগে বাধা গ্যাস: বাণিজ্যমন্ত্রী

tofayel
নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিদেশী বিনিয়োগের সবচেয়ে বড় বাধা হচ্ছে গ্যাস। বিদেশীদের কথা বাদ দেন, দেশীয় যারা ২০০-৩০০ কোটি টাকা বিনিয়োগ করে কারখানা করেছে তাদেরই গ্যাস সংযোগ দিতে পারছি না। এজন্য সম্ভাবনাময় স্থানে গ্যাস উত্তোলনের বিশেষ গুরুত্ব দিতে হবে।’

‘তাছাড়া জমির সমস্যা রয়েছে। ভিয়েতনাম মাগনা জমি দেয়, ফলে তাদের দেশে ব্যাপক বিদেশী বিনিয়োগ হয়েছে’ বলেন বাণিজ্যমন্ত্রী।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে রোববার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৬-২০) দলিলের খাতভিত্তিক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তোফায়েল বলেন, ‘পৃথিবীতে কোথাও এ্যাকড এ্যালায়েন্স নেই। অথচ আমাদের দেশে তারা কাজ করছে। এটা দুভার্গ্যজনক।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম।

এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘কৃষির সঙ্গে ম্যানুফ্যাকচারিংয়ের সমন্বয় করতে হবে। রফতানি বৃদ্ধির পাশাপাশি অভ্যন্তরীণ বাজারের বিষয়ও নজর দিতে হবে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক কার্যক্রম বাড়াতে হবে। আমেরিকার সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে হবে।’ বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর আহ্বানও জানান তিনি।

বাংলাদেশ ইনস্যুরেন্স ডিপ্লোমা এসোসিয়েশন (বিআইডিএ) মহাপরিচালক কেএস মুর্শিদ বলেন, ‘ইকনোমিক জোন করতেই হবে।’

শিল্পসচিব মোশারফ হোসেন বলেন, ‘এফডিআই আনতে জায়গা করে দিতে হবে। শিল্প খাতের উন্নয়নে ইন্ডাস্ট্রিয়ান পলিসি করা হচ্ছে। আগামী ১ মাসের মধ্যে এটি চূড়ান্ত হবে।’

ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ভাইস প্রেসিডেন্ট শহীদ চৌধুরী বলেন, ‘বিমানের লাগেজ বিড়ম্বনার কারণে দেশের ইমেজ নষ্ট হচ্ছে। কৃষিভিত্তিক শিল্প স্থাপনা সমস্যাগুলো খুঁজে বের করতে হবে।’

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন, ‘এসএমই বাজার সুবিধা বাড়াতে হবে।’

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুন বলেন, ‘আমেরিকা, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যদি ডিউটি ফ্রি সুবিধা দেওয়া হয়, আর আমাদের ডিউটি দিতে হয় তাহলে বিষয়টি উদ্বেগজনক। এ জন্য রাজনৈতিকভাবে সমাধান করতে হবে।’

Leave a Reply