23/06/2015 1:40 pmViews: 9
প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে নয়টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানান। পরে দলীয় সভানেত্রী হিসেবে দলের শীর্ষ নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানোর পর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন শেখ হাসিনা। এরপর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলুন উড়ান ও কবুতর অবমুক্ত করেন।

এ সময় আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মতিয়া চৌধুরী, মাহবুবুল আলম হানিফসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এরপর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন এবং বেশ কিছু সময় সেখানে অবস্থান করেন।

এরপর যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Leave a Reply