রাজধানীতে অজ্ঞান পার্টির ২০ সদস্য আটক
রাজধানীতে অজ্ঞান পার্টির ২০ সদস্য আটক
১৮ জুন ২০১৫,বৃহস্পতিবার
রাজধানীতে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ২০ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের নাম জানা যায়নি। আটকের সময় তাদের কাছ থেকে অজ্ঞান করার বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
রমজানকে কেন্দ্র করে অজ্ঞান পার্টির সদস্যদের তৎপরতা বাড়ছে বলে ধারণা করছে পুলিশ।