ইরাকে আইএস মোকাবেলায় ৪৫০ মার্কিন সামরিক উপদেষ্টা

11/06/2015 12:37 pmViews: 8
ইরাকে আইএস মোকাবেলায় ৪৫০ মার্কিন সামরিক উপদেষ্টা

ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইরত বাহিনীগুলোকে প্রশিক্ষণ দেয়া হবে

ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইরত বাহিনীগুলোকে প্রশিক্ষণ এবং পরামর্শ দেয়ার জন্য ইরাকে আরো সাড়ে চারশো সামরিক উপদেষ্টা পাঠানোর অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

যারা আনবার প্রদেশে তাদের ঘাঁটি গড়বে, তবে সরাসরি যুদ্ধে অংশ নেবে না।

কুর্দিশ পেশমেরগাসহ অন্যান্য যে যোদ্ধারা ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের ইরাকি সেনাবাহিনীর সাথে একত্রে লড়াইয়ে নিয়ে আসার পরিকল্পনা চলছে।

সেজন্য তাদের প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোরও নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির অনুরোধে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৪৫০ জন সামরিক উপদেষ্টাকে ইরাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

যারা আনবার প্রদেশের তাকাদ্দুম সামরিক ঘাটিতে থেকে কাজ করবে।

সেখানে নতুন আরো একটি প্রশিক্ষণ ক্যাম্পও খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইরাকে আরো চারটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছে যুক্তরাষ্ট্র।

প্রশিক্ষণের জন্য নতুন করে সামরিক উপদেষ্টা পাঠানোর পেছনের কারণ হলো দেশটির নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সুন্নি গোত্রের যোদ্ধাদেরও প্রশিক্ষণ দেয়া।

তারা ইসলামিক স্টেটের দখলকৃত এলাকাগুলো পুনরুদ্ধারে ইরাকি সেনাদের সাথে একসাথে যুদ্ধে অংশ নেবে এমনটাই পরিকল্পনা।

সামরিক উপদেষ্টাদের কাজ হবে তাদের যুদ্ধের পরিকল্পনা করার ক্ষমতা, যুদ্ধে নেতৃত্ব দেয়া ও পরিকল্পনা অনুযায়ী অপারেশন চালানোর সক্ষমতা বাড়ানো।

ইসলামিক স্টেটকে প্রতিহত করতে ইরাকি সেনাবাহিনীর সাথে স্থানীয় সুন্নি যোদ্ধাদের অংশগ্রহণকে কৌশলগত দিক থেকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ইরাকের আনবার প্রদেশের রাজধানী রামাদি এই মুহূর্তে ইসলামিক স্টেটের দখলে রয়েছে।

মার্কিন নেতৃত্বাধীন জোটের নিয়মিত বিমান হামলা সত্ত্বেও ইরাকের একটি বড় এলাকা ইতিমধ্যেই দখল করে নিয়েছে ইসলামপন্থী সশস্ত্র সংগঠনটি।

ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে সুন্নি যোদ্ধাদেরও নিয়ে আসা মার্কিন সরকারের কৌশল হলেও এখনো পর্যন্ত তাতে সায় দেয়নি ইরাকের সুন্নি নেতৃবৃন্দ।

শিয়া প্রধান ইরাকি সরকার আর তাদের বন্ধু যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় কিনা সেটিই তাদের মুল উদ্বেগ। বিবিসি বাংলা।

Leave a Reply