বাজপেয়ীর সম্মাননা গ্রহণ করলেন মোদি

07/06/2015 3:01 pmViews: 7

বাজপেয়ীর সম্মাননা গ্রহণ করলেন মোদি

৭ জুন ২০১৫, রবিবার

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে দেয়া বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুরে বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ এ সম্মাননা হস্তান্তর করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে উপস্থিত ছিলেন। সম্মাননা প্রদানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রাখেন। সমপনী বক্তব্য দেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাজপেয়ীর যোগ্য উত্তরসূরি এবং বাংলাদেশের আরেক বন্ধু নরেন্দ্র মোদির কাছে সম্মাননাস্মারক হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।
নরেন্দ্র মোদি তার বক্তব্যে বলেন, বাজপেয়ীর মতো প্রেরণাদায়ক ভারতরতœকে সম্মানিত করা ভারতবাসীর জন্য গৌরবের। এজন্য আমরা গর্বিত।
প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং প্রেসিডেন্টের দেয়া মধ্যাহ্ন ভোজে অংশ নিতে দুপুর সাড়ে ১২ টার কিছু পরে নরেন্দ্র মোদি বঙ্গভবনে পৌঁছান। বঙ্গভবনে প্রেসিডেন্ট আবদুল হামিদ নরেন্দ্র মোদিকে স্বাগত জানান। পরে প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন মোদি। এর আগে রাজধানীর সোনারগাঁও হোটেল থেকে তার গাড়ি বহর বঙ্গভবনের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
৩৬ ঘণ্টা সফরের দ্বিতীয় দিন প্রার্থনার মধ্য দিয়ে শুরু করেন মোদি। সকাল পৌনে ৯ টায় তিনি ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছান। সেখানে প্রার্থনায় অংশ নেয়ার পর ৯টা ১০ মিনিটের দিকে মোদি যান রামকৃষ্ণ মিশনে। সেখানেও তাকে অভ্যর্থনা জানানো হয়। তিনি রামকৃষ্ণ মঠ ও মিশন দর্শন করেন। অংশ নেন প্রার্থনায়। সকাল পৌনে ১০টার আগে তিনি বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধনে করেন।

Leave a Reply