‘‌নির্বাচনে অযোগ্য হচ্ছেন খালেদা জিয়া’

08/02/2018 3:45 pmViews: 18
‘‌নির্বাচনে অযোগ্য হচ্ছেন খালেদা জিয়া’
 
‘‌নির্বাচনে অযোগ্য হচ্ছেন খালেদা জিয়া’

ফাইল ছবি
 
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ে খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে। সংবিধান অনুযায়ী কারো দুই বছরের বেশি কারাদণ্ড হলে, তিনি নির্বাচনের অযোগ্য হন।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, নিয়ম মোতাবেক উচ্চ আদালতের কোনো রায়ের ক্ষেত্রে ৩০ দিন সময় পাওয়া যায় আপিলের জন্য। তবে এই বিশেষ আদালতের রায়ের ক্ষেত্রে ৬০ দিন সময় পাওয়া যাবে।
আজই খালেদা জিয়াকে কারাগারে যেতে হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আইনজীবী হিসেবে যতটুকু জানি, আজই তাকে কারাগারে যেতে হবে। মামলার রায়ের কপি হাতে পেলে তারা আপিল করতে পারবে।

Leave a Reply