‘‌নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত সংসদ চলতে পারে’

13/10/2013 6:50 pmViews: 11

PM---Election--Hasinaপ্রতিবেদক : সংবিধান অনুযায়ী তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন চলতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কেবল নির্বাচনকালীন সংসদ বসার ৬০ দিনের বাধ্যবাধকতা এখন আর নেই।

রবিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন।

শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ২৪ অক্টোবরের কর্মসূচির ঘোষণা প্রসঙ্গে বলেন, বিরোধী দলের নেতা ২৪ অক্টোবরের পরে নাকি কেয়ামত করে ফেলবেন। যদি পরিস্থিতি তেমন হয়, তাহলে জনগণকে রক্ষা করবে।

বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply