৯ জেলায় নতুন ডিসি
প্রতিবেদক : নতুন ৯ জন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে। বর্তমান সরকারের শেষ সময়ে নয় জেলায় এ নিয়োগ দেয়া হলো।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্র্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (উপসচিব) কাজী আশরাফ উদ্দিনকে পাবনায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিবের একান্ত সচিব জিএসএম জাফর উল্লাহ মাদারীপুরে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আবু হেনা মোরশেদ জামানকে ফরিদপুরে জেলা প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক একেএম শামিমুল হক সিদ্দিকীকে পিরোজপুর এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব এ গাফফার খানকে নড়াইলের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালক এসএম আলমকে কিশোরগঞ্জ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. সোহেল ইমাম খানকে নোয়াখালী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদকে নেত্রকোনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. জহুরুল ইসলাম রোহেলকে গাইবান্ধা জেলার জেলাপ্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে।