৯ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড
ঢাকা : সুস্থ সংগীতের বিকাশ- এ লক্ষ্যকে সামনে রেখে ৯ম বারের মতো শুরু হতে যাচ্ছে সংগীত নিয়ে দেশের সবচাইতে বড় আয়োজন সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড।
মিউজিক অ্যাওয়ার্ডকে মোট তিনটি ধাপে ভাগ করা হয়েছে। ধাপগুলো: প্রাথমিক পর্বের বাছাই, দ্বিতীয় পর্বের বাছাই এবং চূড়ান্ত বাছাই। প্রাথমিক বাছাইয়ের জন্য শিল্পীদের কাছে ব্যক্তিগতভাবে এবং অডিও ক্যাসেট, অডিও সিডি ও ভিসিডি প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর কাছে ২০১২ সালে রিলিজ করা গ্রহণযোগ্য অ্যালবাম চেয়ে চিঠি পাঠানোর মধ্য দিয়ে অ্যাওয়ার্ডস এর মূল কার্যক্রম শুরু হবে।
চ্যানেল আই – ৪০ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁও, ঢাকা এ ঠিকানায় ৯ম সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্-এর অ্যালবাম জমা নেওয়া হবে ২৬ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত।
রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকগীতি, আধুনিক গান, উচ্চাঙ্গসংগীত (যন্ত্র), উচ্চাঙ্গসংগীত (কণ্ঠ), ছায়াছবির গান, ব্যান্ডসংগীত, আন্ডারগ্রাউন্ড ব্যান্ড, গীতিকার, নবাগত গায়ক/গায়িকা, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, কাভার ডিজাইন, মিউজিক ডিরেক্টর, মিউজিক ভিডিও ও আজীবন সম্মাননাসহ মোট ১৬টি ক্যাটাগরিতে প্রদান করা হবে এই অ্যাওয়ার্ড।
২০০৪ সালে সিটিসেল এবং চ্যানেল আই-এর যৌথ উদ্যোগে শুরু হয়েছিল সিটিসেল- চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। সংগীতভুবনে আট বছর পার করে ৯ম বারের মতো হচ্ছে এ আয়োজন।