৮ উইকেটে হারলো বাংলাদেশ

02/06/2017 11:44 amViews: 7
৮ উইকেটে হারলো বাংলাদেশ
 
৮ উইকেটে হারলো বাংলাদেশ

তামিম, মুশফিকের ভরসা করার মতো ব্যাটিংও শেষ পর্যন্ত জেতাতে পারলো না টাইগারদের। জো রুটের সেঞ্চুরি এগিয়ে নিলো ইংল্যান্ডকে।

এর আগে বাংলাদেশি বোলার জন্য ভয়ঙ্কর হয়ে ওঠা অ্যালেক্স হেলসকে ফেরান অনিয়মিত বোলার সাব্বির রহমান। সানজামুলের হাতে ধরা পড়ার আগে ৮৬ বলে ৯৫ রান করেন হেলস।  জয়ের লক্ষ্যে ৩০৬ রানে খেলতে নেমে দলীয় ৬ রানে প্রথম উইকেটের পতন হন। ইংল্যান্ড ইনিংসের শুরুতে মাশরাফির শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন ইংল্যান্ড ওপেনার জেসন রায়।  ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে মাশরাফির গুড লেন্থের একটি বল প্যাডেল সুইপ খেলতে গিয়ে শর্ট ফাইন লেগে মুস্তাফিজের দুর্দান্ত ক্যাচে আউট হন রয়।

এর আগে ইংল্যান্ডের বিখ্যাত ওভাল ক্রিকেট গ্রাউন্ড মাঠে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ইংলিশদের জয়ের লক্ষ্য ৩০৬। বাংলাদেশের পক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। তামিম ১৪২ বলে ১২ টি চার ও ৩টি বিশাল ছয়ে ১২৮ রান করেন। তামিম ছাড়াও টাইগারদের হয়ে মুশফিকুর রহিম ৭৯, সৌম্য সরকার ২৮, সাব্বির রহমান ২৪ রান সংগ্রহ করেছেন। ইংল্যান্ডের পক্ষে লিয়াম প্লাঙ্কেট ৪ টি, স্টোকস ও বল ১ টি করে উইকেট লাভ করেন।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

ইংল্যান্ড দল: এলেক্স হেলস, জেসন রয়, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জশ বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড, জ্যকসন বল।

Leave a Reply