৮ আগষ্ট ফের রোমানার বিয়ে
২৫ জুলাই ২০১৫,শনিবার
ফের বিয়ে করছেন মডেল ও অভিনেত্রী রুমানা খান। রুমানার হবু বরের নাম এলিন রহমান। তিনি ঢাকার ছেলে হলেও মার্কিন নাগরিক। পেশায় তিনি ব্যবসায়ী। আগামী ৮ আগষ্ট নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে এ বিয়ের অনুষ্টান অনুষ্টিত হবে। এর আগে ৬ আগষ্টে হবে হলুদ অনুষ্ঠান। ইতোমধ্যে বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অতিথিদের কাছে পৌছে দেয়া হয়েছে দুই পক্ষের আমন্ত্রণ পত্র। তবে রুমানার গয়না তৈরি করা হয়েছে ঢাকায়।
এলিন হলেন রুমানার তৃতীয় স্বামী। আর রুমানা হলেন এলিনের দ্বিতীয় স্ত্রী। এর আগে রুমানা প্রথমে উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদকে বিয়ে করেন। পরে সে বিয়ে ভেঙ্গে গেলে দ্বিতীয় বিয়ে করেন সাজ্জাদ নামে ঢাকার আরেক ব্যবসায়ীকে। সে বিয়ে কয়েক বছর টিকলেও দিন গড়ানোর সাথে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ বাড়ছিলো। এরই মাঝে রুমানা-সাজ্জাদ ছাড়াছাড়ির গুঞ্জন শুরু হলে বছরখানেক আগে রুমান আমেরিকায় চলে যান। সেখানে ব্যবসায়ী এলিন রহমানের সাথে পরিচয় হলে এক পর্যায়ে দুইজন প্রেমে জড়িয়ে পড়েন। এরপর তিনি দেশে না ফিরে এলিনকে বিয়ের সিদ্ধান্ত নেন।