৮৬ তম অস্কারে সেরা ছবি ‘টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ’

03/03/2014 10:04 pmViews: 43

 

ausঘোষণা করা হয়েছে ৮৬ তম অস্কার। ইতোমধ্যে নাম ঘোষণা করা হয়েছে সেরা ছবি , পরিচালক, অভিনেতা, অভিনেত্রী ও পার্শ্বচরিত্র অভিনেতা-অভিনেত্রীর। এর মধ্যে সেরা ছবির অস্কার পেয়েছে ‘টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ’। সেরা পরিচালক আলফনসো কুয়ারন(গ্র্যাভিটি) , অভিনেতা ম্যাথিউ ম্যাকনে (ডালাস বায়ার্স ক্লাব), অভিনেত্রী কেট ব্ল্যানচেট(ব্লু জেসমিন) এবং‘ডালাস বায়ার্স ক্লাব’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে সেরা পার্শ্ব অভিনেতার অস্কার জয় করেছেন জেরাড লেটো। ‘টুয়েলভ ইয়ার্স এ স্লেভ’ চলচ্চিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান লুপিটা নিয়ঙ্গ। রোববার বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের সূচনা হয়। এলেন ডিজেনেরেসের উপস্থাপনার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয় জাঁকজমকপূর্ণ ৮৬ তম অস্কারের রাত। এবারের আসরে ৯ টি চলচ্চিত্র চূড়ান্তপর্বে সেরা হওয়ার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এগুলোর মধ্যে রয়েছে-‘ক্যাপ্টেন ফিলিপস’, ‘ফিলোমেনা’, ‘নেবারাস্কা’, ‘দ্য কম্পিউটার এজ রোমান্স’, ‘হার’ এবং ‘ডালাস বায়ার্স ক্লাব’।  সেরা অভিনেতা ক্যাটিগরিতে চূড়ান্তপর্বে যারা মনোনীত হয়েছিলেন তারা হলেন-ম্যাথিউ ম্যাকনে (ডালাস বায়ার্স ক্লাব) , ক্রিস্টিয়ান  বেইল (আমেরিকান হাসল), সিয়াটল এজিওফোর (টুয়েলভ ইয়ার্স এ স্লাভ), ব্রুস  ড্রেন (নেবারাস্কা), লিওনার্দে ডিক্যাপ্রিও (দ্য উলফ অব ওয়াল স্ট্রিট)। আর সেরা অভিনেত্রীর ক্যাটিগরিতে চূড়ান্তপর্বে মনোনয়ন পাওয়ারা হলেন- কেট ব্ল্যানচেট(ব্লু জেসমিন) ,এমি এডামস (আমেরিকান হাসল), জুডি ডেঞ্চ (ফিলোমেনার), মেরিল স্ট্রিপ (অগাস্ট: ওসেজ কাউন্টি) ও সান্ড্রা বুলক (গ্র্যাভিটি)। সেরা চলচ্চিত্র পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন আলফনসো কুয়ারন (গ্র্যাভিটি), পল গ্রিনগ্রাস (ক্যাপ্টেন ফিলিপস), স্টিভ ম্যাকুইন (টুয়েলভ ইয়ারস এ স্লেভ), আলেকজান্ডার পাইন (নেবারাস্কা),ডেভিড ও. রাসেল (আমেরিকান হাসল), মার্টিন স্করসেজি (দ্য উলফ অব ওয়াল স্ট্রিট)। এছাড়া সেরা এনিমেটেড চলচ্চিত্র হিসেবে অস্কারের চূড়ান্তপর্বে স্থান পেয়েছে- দ্য ক্রুডস, আর্নেস্ট অ্যান্ড সেলেস্টাইন, ডেস্পিকেবল মি ২, ফ্রোজেন, দ্য উইন্ড রাইজেস। আর সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র ক্যাটিগরিতে মনোনয়ন পেয়েছে দ্য   ব্রেকেন সার্কেল ব্রেকও ( বেলজিয়াম), দ্য গ্রেট বিউটি (ইতালি), দ্য হান্ট (ডেনমার্ক), দ্য মিসিং পিকচার (কম্বোডিয়া), ওমর (ফিলিস্তিন)।

Leave a Reply