৮ম পে-স্কেলের গেজেট প্রকাশ

16/12/2015 11:52 amViews: 38
৮ম পে-স্কেলের গেজেট প্রকাশঅবশেষে প্রকাশিত হলো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৮ম পে-স্কেলের গেজেট। মঙ্গলবার রাত ৮টার দিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গেজেটের মোড়ক উন্মোচন করেন।
এর আগে সচিবালয়ে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী খান গেজেটের কপি অর্থমন্ত্রীর হাতে তুলে দেন।
অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিজয় দিবসের বিশেষ উপহার অষ্টম বেতন কাঠামোর এ গেজেট। এ সময় তিনি জানান, কিছুক্ষণের মধ্যেই গেজেটের কপি অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা যাবে।
মুহিত আরও বলেন, মন্ত্রিসভায় পাস হওয়ার পর শিক্ষকেরা এ বেতন কাঠামোর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। কিন্তু পরে তারা নমনীয় হন। এবারের বেতন কাঠামোতে তাদের কোন সুযোগসুবিধাও কমানো হয়নি।
তিনি বলেন, যেহেতু গত জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হচ্ছে, তাই গত জুলাই থেকে চলতি ডিসেম্বর পর্যন্ত বকেয়া বেতনের অর্ধেক দেয়া হবে ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে। আর বাকি অর্ধেক দেয়া হবে আগামী জানুয়ারি মাসের বেতনের সঙ্গে।
এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার বিজয় দিবসের ছুটি থাকায় বৃহস্পতিবার নতুন বেতন কাঠামোর গেজেট সবার হাতে পৌঁছাবে।
প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর অষ্টম বেতন কাঠামো অনুমোদন পায় মন্ত্রিসভায়। এতে  সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা বেতন ধরা হয়। এই কাঠামো অনুযায়ী, ২০১৫ সালের ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা মূল বেতন পাবেন।

Leave a Reply