৭ জুন বিকেলে খালেদা-মোদির বৈঠক
৭ জুন বিকেলে খালেদা-মোদির বৈঠক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রতিদিন ডটকম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ জুন বাংলাদেশ সফরে আসছেন । তিনি দুই দিনের রাষ্ট্রীয় সফরে ৩৬ ঘন্টা ঢাকায় অবস্থান করবেন। ঢাকায় অবস্থান কালে তার বৈঠকের সূচি তৈরি হয়েছে। সে সূচিতে নেই বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
সফর কালে মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, ও পররাষ্ট্রমন্ত্রনালয়ের সাথে বৈঠক করবেন। ৬ জুন থেকে ৭ জুন বিকেল ৩টা পযর্ন্ত কর্মসূচির সময় নির্ধারন করা আছে। তার মধ্যে খালেদা জিয়ার বৈঠকের সময় নেই। তবে ৭ জুন খালেদা জিয়ার সাথে বিকেল ৩টা থেকে ৫ টার মধ্যে সৌজন্য সাক্ষাত করবেন নরেন্দ্র মোদি জানিয়েছেন একটি নির্ভরযোগ্য সূত্র।
জানা গেছে কর্মসূচিতে না থাকলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাক্ষাতের সময় দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সাক্ষাত রোববার বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নয়, হোটেল সোনারগাঁওয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আগামী ৬ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এ সফরে বাণিজ্য, বিদ্যুৎসহ ডজনখানেক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা থাকলেও তিস্তাচুক্তি হচ্ছে না। তবে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির জন্যই মিজোরাম ছাড়া বাংলাদেশের পার্শ্ববর্তী ছ’টি রাজ্যের মুখ্যমন্ত্রীই মোদির সফরসঙ্গী হচ্ছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাত না হলে মোদির সফর মানুষ গ্রহণ করবে না। খালেদা জিয়া ১৬ কোটি মানুষের আশা-আকাঙ্খার প্রতীক। আমরা আশা করি মানুষের আশা আকাঙ্খার স্বার্থেই খালেদা জিয়ার সঙ্গে মোদির দেখা করা উচিত। মোদি-খালেদা জিয়ার বৈঠক অবশ্যই হবে। সেই বৈঠকে গণতন্ত্র নিয়ে আলোচনা হবে।