৭ জুন খালেদা জিয়ার সাথে বৈঠক করবেন মোদী

05/06/2015 5:37 pmViews: 8
৭ জুন খালেদা জিয়ার সাথে বৈঠক করবেন মোদী

 

 ০৫ জুন, ২০১৫

ভারতের পররাষ্ট্র সচিব সুব্রানিয়াম জয়শংকর বলেছেন, ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ছাড়াও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করবেন। শুক্রবার দুপুরে নয়া দিল্লীতে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, ৭ই জুন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে মোদীর বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছিলেন, নরেন্দ্র মোদীর আসন্ন বাংলাদেশ সফরের সময় তার সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠকের কোনো সুযোগ নেই। মোদী-খালেদার বৈঠক বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মনে হয়না সুযোগ আছে।  শুক্রবার সকাল সাড়ে ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাপক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন

পররাষ্ট্র মন্ত্রীর এ বক্তব্যের ঠিক ৪ ঘন্টা পর ভারতের পররাষ্ট্র মন্ত্রী জানালেন, বিএনপি চেয়ারপার্সনের সাথে মোদীর বৈঠকের কর্মসূচি রয়েছে। ভারতের পররাষ্ট্র সচিবের এই বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট হলো, মোদী ঢাকা সফরের সময় খালেদার সাথে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন।

উল্লেখ্য ভারতের প্রধানমন্ত্রী মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সারাদেশে বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মনে কৌতুহল রয়েছে। যদিও বিএনপি খালেদা জিয়ার সাথে মোদীর বৈঠক নিয়ে এখন পর্যন্ত কোন বক্তব্য দেয়নি। তবে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি দল মোদির ঢাকা সফরকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে।

Leave a Reply