৬ ফুট ৮ ইঞ্চির নতুন এক শোয়েব আখতারের দেখা পেল পাকিস্তান

07/01/2022 12:09 pmViews: 5

৬ ফুট ৮ ইঞ্চির নতুন এক শোয়েব আখতারের দেখা পেল পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ পাকিস্তান দলের ডানহাতি পেসার মোহাম্মদ জিশানকে কাঁচা প্রতিভা হিসেবেই চিহ্নিত করা হচ্ছে পাকিস্তান ক্রিকেটে।

পাকিস্তানের যুব দলে জিশান জামিরের মতো পেসারদের পাশাপাশি জায়গা করে নিয়েছেন মোহাম্মদ জিশানও। উচ্চতার জন্যই তাঁকে ভবিষ্যতের সম্পদ হিসেবে বিবেচনা করা হচ্চে।

পাকিস্তান ক্রিকেট দুর্দান্ত সব পেস বোলার উপহার দিয়েছে ক্রিকেটবিশ্বকে। ওয়াসিম আকরাম থেকে ওয়াকার ইউনুস, শোয়েব আখতার থেকে মোহাম্মদ আমির হয়ে হালের শাহিন আফ্রিদি, এই তালিকাটা অত্যন্ত দীর্ঘ।

ভবিষ্যতে সেই তালিকায় ঢুকে পড়তে পারে আরও একটি নাম। ৬ ফুট ৮ ইঞ্চির জুনিয়র পেসারকে নিয়ে তেমন আশাতেই বুক বাঁধছে পাক ক্রিকেটমহল।

অনূর্ধ্ব-১৯ পাকিস্তান দলের ডানহাতি পেসার মোহাম্মদ জিশানকে কাঁচা প্রতিভা হিসেবেই চিহ্নিত করা হচ্ছে পাকিস্তান ক্রিকেটে। পাকিস্তানের যুব দলে জিশান জামিরের মতো পেসারদের পাশাপাশি জায়গা করে নিয়েছেন মোহাম্মদ জিশানও। উচ্চতার জন্যই তাঁকে ভবিষ্যতের সম্পদ হিসেবে বিবেচনা করা হচ্চে।

আপাতত পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন ফয়সলাবাদের কাছে এক অখ্যাত গ্রামের এই কিশোর। তবে গত যুব এশিয়া কাপে একটি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সেই ম্যাচে ৩৪ রানের বিনিময়ে ২টি উইকেট নেন জীশান। যদিও টুর্নামেন্টে আর কোনও ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি তাঁর।

বিশ্বকাপের মূল স্কোয়াডে না থাকায় শুরু থেকেই জিশানের মাঠে নেমে পড়ার সম্ভাবনা কম। তবে পরিস্থিতি বদলালে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে আইসিসির ফ্ল্যাগশিপ টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়ে যেতে পারেন মোহাম্মদ জিশান!

Leave a Reply